জয়নাল হাজারীকে উপদেষ্টা করে চিঠি দিয়েছেন শেখ হাসিনা

ফেনী’ প্রতিনিধি :
জয়নাল হাজারীকে দলের উপদেষ্টা মনোনীত করে চিঠি দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জয়নাল হাজারীকে এই চিঠি হস্তান্তর করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত ২০তম সম্মেলনে কাউন্সিল কর্তৃক দলীয় সভাপতি শেখ হাসিনাকে প্রদত্ত ক্ষমতাবলে তিনি আপনাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে মনোনয়ন দিয়েছেন। আশা করি আপনার শ্রম, মেধা ও প্রজ্ঞা দিয়ে সংগঠনে নতুন গতিবেগ সঞ্চারিত করবে।

জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ফেনী-২ (সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে টানা তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *