পদ্মা নামে দেশের নবম বিভাগ হচ্ছে বৃহত্তর ফরিদপুর | বাংলারদর্পন

নিউজ ডেস্কঃ
ফরিদপুরকে সদর দপ্তর করে পদ্মা নামে দেশের নবম বিভাগ হচ্ছে। এই বিভাগের সীমানা এবং কোন কোন জেলা এতে অন্তর্ভুক্ত হবে, সে বিষয়ে কাজ শুরু করবে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিভাগের কার্যক্রম দ্রুততার সঙ্গে শুরু করার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ফরিদপুরকে সিটি করপোরেশন করার কাজ শুরু করতেও নির্দেশ দেন। স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া নতুন সাতটি থানা এবং একটি পৌরসভা করার প্রস্তাবও অনুমোদন করা হয়।

গতকাল সোমবার ওই সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বিভাগ হওয়ার শর্ত দিয়ে ফরিদপুরকে সিটি করপোরেশন করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিকার। নীতিগত সিদ্ধান্ত হলো, বিভাগীয় সদর দপ্তরই হবে সিটি করপোরেশন। ফরিদপুর এখনো বিভাগীয় শহর হয়নি। যখন বিভাগীয় শহর হবে তখন থেকেই ফরিদপুর সিটি করপোরেশন কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *