ফেনী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি প্রফেসর মফিজুল হক ও সাধারন সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকন উপজেলা আ’লীগের পক্ষ থেকে ফেনী বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান।
গতকাল বিকেলে জেলা আওয়ামীলীগের প্রস্তুতিসভায় এ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ফেনীর ৪৩ টি ইউনিয়ন, ৫ পৌরসভা এবং ৬ উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি – সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান ও সাধারন সম্পাদক- নিজাম উদ্দিন হাজারি এমপি।