ফেনী জেলা যুবলীগের সহ সভাপতি হচ্ছেন জিয়াউল আলম মিষ্টার | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :
ফেনী জেলা যুবলীগে এবার পদ পাচ্ছেন জিয়াউল আলম মিষ্টার। দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত থাকলেও কোন পদ-পদবী পাননি পৌর যুবলীগের সাবেক এ যুগ্ম-আহবায়ক। জেলা যুবলীগের সম্মেলনের পর তাকে সহ-সভাপতি পদ দেয়া হচ্ছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা কার্যকর হয়নি। জেলা যুবলীগের সহ-সভাপতি পরিচয় দিয়ে তার নামে পোষ্টার সাঁটানোও হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিজাম উদ্দিন হাজারী ফেনীর রাজনীতিতে উত্থানের শুরু থেকে তার সাথে ছায়ার মতো থাকেন মিষ্টার। তাকে ঘিরে যুবলীগ-ছাত্রলীগের একটি অংশ সক্রিয় রয়েছে। যুবলীগের জেলা, সদর ও পৌর কমিটি গঠনের সময় বরাবরই আলোচিত থাকেন তিনি। বিভিন্ন পর্যায়ের সভা-সমাবেশেও তার সরব উপস্থিতি দেখা যায়।

শিগগিরই তাকে জেলা যুবলীগের গুরুত্বপূর্ণ পদে স্থান দিয়ে পুরস্কৃত করতে যাচ্ছেন নিজাম উদ্দিন হাজারী এমপি। যুবলীগের দায়িত্বশীল পর্যায়ের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র আরো জানায়,গতকাল রবিবার জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় নিজাম হাজারী এমপি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মিষ্টারের প্রসঙ্গ তুলে আনেন। একইসাথে তাকে যুবলীগে পদায়ন করতে নেতৃবৃন্দকে নির্দেশ দেন।

একাধিক নেতা জানান, সভায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। তার স্থলে যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী আহমদ রিয়াদ আজীজ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

একই সভায় জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম স্বপন মিয়াজীকেও যুবলীগ থেকে বিদায় জানানো হয়েছে। স্বপন মিয়াজীর পদটি শূণ্য রয়েছে। এছাড়া জেলা যুবলীগের অপর সহ-সভাপতি রসুল আহম্মদ মজুমদার স্বপন পরশুরাম পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সদস্য মহিউদ্দিন হায়দার দাগনভূঞার জায়লস্কর ইউনিয়ন আওয়ামী- লীগের সাধারণ সম্পাদক হওয়ায় এ দুটি পদও শূন্য হয়ে যায়। তবে স্বপনের শূন্যপদে মিষ্টারকে দেয়া হচ্ছে।

জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন জানান, যুবলীগের গুরুত্বপূর্ণ পদে জিয়াউল আলম মিষ্টার স্থান পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *