এনায়েত উল্লাহ মহিলা কলেজ এমপিও ভুক্ত হচ্ছে – অধ্যক্ষ মাইন উদ্দিন

বাহার উল্লাহ বাহার :
সোনাগাজীর কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি মো. এনায়েত উল্লাহ ২০০৩সালে ব্যাক্তিগত অর্থায়নে এনায়েত উল্লাহ মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে অত্যান্ত সুনামের সহিত প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন তিনি। পরিচালনা কমিটি ও শিক্ষকদের অান্তরিক প্রচেষ্টায় প্রতিবছর ফলাফল ভালো হচ্ছে।

২২সেপ্টেম্বর সকালে গনমাধ্যম কর্মীদের এসব কথা বলেন, কলেজের অধ্যক্ষ মো. মাইন উদ্দিন। তিনি বলেন, সম্প্রতি একটি সাপ্তাহিক পত্রিকায় কলেজের অনিয়ম ও শিক্ষকদের হতাশার কথা উল্লেখ করে একটি বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন। সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, কলেজে কোন লাইব্রেরি নেই। তাই দখলের প্রশ্নই উঠেনা। খন্ডকালিন শিক্ষকদের হতাশার বিষয়ে অধ্যক্ষ বলেন, এমপিও ভুক্ত হলে সবাই খুশি হওয়ার কথা, হতাশার কিছুই নেই।

কলেজের গভর্নিং বডির সদস্য নুর নবী লিটন বলেন, ব্যাক্তিগত মালিকানাধীন এই কলেজে উল্লেখযোগ্য কোন সরকারি বরাদ্দ নেই। দুর্নীতি এবং অনিয়মের কোন সুযোগ নেই। এসময় গভর্নিং বডির সদস্য, শিক্ষকবৃন্দ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *