পরশুরাম উপজেলা আ’লীগের সম্মেলন : কামাল-সভাপতি, সম্পাদক-সাজেল

আবু ইউছুফ মিন্টু :
পরশুরাম উপজেলা আওয়ামী’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বিকেলে পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে নবনির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন প্রধান অতিথি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম।

পরশুরাম উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারকে সভাপতি ও পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *