ফেনী প্রতিনিধি :
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশরনের আয়োজনে ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ফেনীর মরহুম খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল জাতীয় জুনিয়র, সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০১৯ এর ফাইনাল খেলা গতকাল রোববার অনুষ্ঠিত হয়। খেলায় অনুর্ধ্ব-১৮ বলিকা এককে পাবনা জেলার উর্মি আক্তার ২১-৯ ও ২১-১৩ পয়েন্টে (২-০ সেটে) গোপালগঞ্জ জেলার ফারবিন আক্তারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ।

বালিকা দ্বৈতে খুলনার সাথী ও লিকা জুটি ২১-১৪ ও ২১-১৮ পয়েন্টে (২-০ সেটে) পাবনার উর্মি ও সিমলা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অনুর্ধ্ব-১৮ বালক বিভাগে সিলেটের গৌরব সিং ২১-১৬ ও ২১-১৮ পয়েন্টে (২-০ সেটে) চট্টগ্রামের সিবগাত কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অনুর্ধ্ব-১৮ বালক দ্বৈতে চট্টগ্রামের সিবগাত ও আকিব জুটি ১৯-২১, ২৫-২৩ ও ২৩-২১ পয়েন্টে(২-১ সেটে) সিলেটের গৌরব সিং ও মাঙ্গাল মৈবাম জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অনুর্ধ্ব-১৫ বালিকা এককে চট্টগ্রামের জেরিন ২১-১৭ ও ২১-১৩ পয়েন্টে (২-০ সেটে) পাবনার নাছিমাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা দ্বৈতে চট্টগ্রামের জেরিন ও ফারজানা জুটি ২৪-২২ ও ২১-১৬ পয়েন্টে (২-০ সেটে) যশোরের ঐশী ও ইমু জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক এককে চট্টগ্রামের গালিব ২৪-২৬, ২২-২০ ও ২১-১৬ পয়েন্টে(২-১ সেটে) মাদারিপুরের জয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক দ্বৈতে মাদারিপুরের জয় ও রাসেল জুটি ১৬-২১, ২১-১৮ ও ২১-১৩পয়েন্টে(২-১ সেটে) গোপাল গঞ্জের সাগর ও রিফাত জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
তদুর্ধ্ব ৪৫ প্রবীনদের খেলায় চট্টগ্রামের রাশেদ ও নাসাদ জুটি ২১-১৭,১৯-২১ ও ২১-১৩ পয়েন্টে (২-১ সেটে) চট্টগ্রামের হামিদ ও মাহমুদুল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
উপস্থিত অতিথিবৃন্দ ফাইনাল খেলা উপভোগ করেন। খেলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ওয়াহিদুজজামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনীর মেয়র হাজী আলাউদ্দিন প্রমূখ ।