নিউজ ডেস্কঃ
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিজ বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তবে বিএনপি নেতাদের দাবি, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে তাঁকে।
সিরাজুল ইসলামের বাড়ি কাটাখালি পৌরসভার শ্যামপুর গ্রামে। তিনি কাটাখালি আদর্শ কলেজের শিক্ষক। গত পৌরসভা নির্বাচনে তিনি কাটাখালি পৌরসভার মেয়র প্রার্থী ছিলেন। এ ছাড়া তিনি শ্যামপুর উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য।