নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ২৯ আগস্ট শুক্রবার বাংলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যেগে অনুষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের স্মরনে আলোচনা ও শোক সভা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এমপি |
এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ|
উক্ত আয়োজনের সঞ্চালনায় ছিলেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট ও সভাপতিত্বে ছিলেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সভাপতি পারভেজ।
অনুষ্ঠান শেষে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট বলেন,”জাতির জনক বঙ্গবন্ধু কে কেন্দ্র করে শোকসভার মাধ্যমে আজ সম্মানিত অতিথি দের সার্বিক সহযোগিতায় সম্মিলিত বেসরকারি বিদ্যালয় একটি নতুন ধাপে পদার্পণ করলো” এছাড়াও তিনি উক্ত আয়োজনে শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি. এর দৃষ্টি আকর্ষণ করে বলেন,”প্রাইভেট ইউনিভার্সিটি এর ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিবন্ধকতার মাঝে ছাত্ররাজনীতি চালিয়ে যাচ্ছে,তারা যেন নির্ভিগ্নে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ছাত্ররাজনীতি করতে পারে সেই উদ্দেশ্যে আমন্ত্রিত অতিথিদের সহযোগিতা কামণা করছি”