সাবেক সাংসদ মোশাররফ হোসেন’র ৫ম মৃত্যুবার্ষিকী | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :

ফেনী-৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও ফেনী জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন’র ৫ম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০১৪ সালের এদিনে সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন বরেণ্য এ রাজনীতিক। সোনাগাজী -দাগনভূঞায় নেই কোন কর্মসুচী। ।

তাঁর পৈত্রিক বাড়ী সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে। স্বনামধন্য ব্যবসায়ী মোশাররফ হোসেন ১৯৯৬ সালের দিকে রাজনীতিতে সক্রিয় হন। তিনি ১৯৯৬ সালে ফেনী-৩ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৭ সালে তিনি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ ও ২০০৮ সালে চারদলীয় জোটের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালে তিনি পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বিজিএমই’র সভাপতি, বায়রার চেয়ারম্যান, মোহামেডান স্পোটিং ক্লাবের চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর উদ্যোক্তা পরিচালক, বে-ইস্টার্ণ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক দিনকাল এর পরিচালক ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

তাঁর পিতা মরহুম বেলায়েত হোসেন সমাজসেবক  ছিলেন। ছোট ভাই মোয়াজ্জেম হোসেন ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও হোসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। অপর ভাই শাহাদাত হোসেন সেলিম ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক। তিনি ৩ কন্যা সন্তানের জনক। মোশাররফ হোসেন তার নিজ এলাকা সোনাগাজীতে অসংখ্য ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *