ফেনী প্রতিনিধিঃ
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার রাতে জেলা যুবদলের সাবেক সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিকসহ ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতরা হলেন, জেলা যুবদল’র সভাপতি জাকির হোসেন জসিম, সেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, ফেনী সদর থানা যুবদলের আহবায়ক আতিকুর রহমান মানিক এবং দাগনভূঁইয়া থানা যুবদল সভাপতি হাসানুজ্জামান শাহাদাত, ফেনী পৌর যুবদলের সমন্বয়ক জাহিদ হোসেন বাবলু ও সাবেক ছাত্রদল নেতা কাজী আবুল হাসান সোহাগ।

সদর মডেল থানা পুলিশ সুত্র জানায়, ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
জেলা বিএনপির সাধারন সম্পাদক- জিয়াউদ্দিন মিস্টার বলেন, তারা জামিনে আছেন। চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ ঠেকাতে পুলিশ যুুবদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে।
(ফাইল ছবি)