রামগড় প্রতিনিধি :
শহর সমাজ সেবা অফিস, রামগড়ের হল রুমে আজ বুধবার বেলা ১২টার সময়,শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদএর “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র”, রামগড়, খাগড়াছড়ি এর সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস এপ্লিকেশন এবং গ্রাফিকস ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া কোর্সের প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং ১১ তম ব্যাচ কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও সমাজসেবা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মংশেপ্রু চৌধুরী অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা চেয়ারম্যান, রামগড়, খাগড়াছড়ি, মোহাম্মদ মনিরুল ইসলাম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ি, জানে আলম, সভাপতি, শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদ, মোঃ নুরুল আজম, সভাপতি, সাংবাদিক ইউনিয়ন, খাগড়াছড়ি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের কর্মকর্তা সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন, ডাঃ মোঃ হানিফ, শেখ মহি উদ্দিন। এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
সভায় অতিথি বৃন্দ ১১ তম ব্যাচের ৫৩ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং জুলাই/১৯-ডিসেম্বর/১৯ সেশনেরর সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস এপ্লিকেশন এবং গ্রাফিকস ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া কোর্সের উদ্ভোধন ঘোষনা করেন।