সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী পৌরসভাস্থ চর গনেশ গ্রামের পান্ডব বাড়ী থেকে তাসলিমা
আক্তার সাথী (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাথী ওই বাড়ীর আবু ইউছুফের মেয়ে। ৪বছর আগে আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে প্রবাসী মো সাজ্জাদ হোসেন শিমুলের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ফেনী সদর আধুনিক হাসপাতালে
ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর
করা হয়। দুপুরে সাথীর ভাই আবু ফরহাদ তার বোনের অপমৃত্যুর ঘটনায় সোনাগাজী থানায় সাধারন ডায়েরি করেন।
সাথীর পরিবার সুত্রে জানা যায়, ১৩জুন বৃহষ্পতিবার বিকেল ৫টায় শিমুল তাদের বাড়ীতে আসেন । সন্ধায় এক পুরুষের সাথে সাথীর কথপোকথনের কলরেকর্ড নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। সাথীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগটি তার মাকে জানিয়ে ঘর থেকে হয়ে যায় শিমুল ।
বৃহষ্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ভাত খাওয়ার জন্য ডাকতে গেলে তাকে ভুতুড়ের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে শোর চিৎকার করেন তার মা বকুল আকতার । বাড়ীর লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা নুরুল আলম বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
নিহত সাথীর স্বামী শিমুল বলেন, পরকীয়া ও অন্তঃসত্বার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার পর বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আমি ঘর থেকে বের হয়ে যায়। ঘন্টা খানেক পর শুনতে পাই সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহতের ভাই আবু ফরহাদ বলেন, ঝগড়া হওয়ার পর ক্ষোভে সাথী আত্মহত্যা করতে পারে । তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি জানা যাবে।