বাংলার দর্পন ডটকম :
আমি আমার আম্মুকে পেতে চাই,আম্মুর বুকে ঘুমাতে চাই। এমন আকুতি নিয়ে আজ সোমবার বিকেলে ফেনীর একটি চাইনিজ রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে ১০ বছরের স্কুল পড়ুয়া শিশু আমিনুল এহেসান সাজিদ।
মাকে ফিরে পেতে সাংবাদিকদের মাধ্যমে সহায়তা চায় শিশু সাজিদ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সে জানায়, তার বাবা খালেদ সাইফুল্লাহ শিবলী ও মা রহিমা খাতুন নায়ারের ১৪ বছরের সংসার ছিল।
সে যখন ৩য় শ্রেনীতে পড়ে -তখন নানা বাড়ি বেড়াতে গেলে তার নানা-নানু তাকে জোর করে রেখে দেয়।এর কয়েকদিন পর মাও চলে যায় সেখানে। এরপর আর ফিরে যায়নি মা।সে তার মার কাছে না বাবার কাছে থাকবে এ নিয়ে বাবা-মায়ের মধ্যে ঝগড়া চলছিল।এক পর্যায়ে গত ৬ আগস্ট মা তার বাবার কাছে ডিভোর্স লেটার পাঠায়। কিন্তু সে বাবার কাছে কোন দোষ খুঁজে পায়নি বলে জানায়।
আশ্চার্যজনক বিষয় হলো বাবাকে ডিভোর্স লেটার দেয়ার ৯০ দিন পার না হতেই বাংলাদেশের আইন ও ধর্মীয় রীতি লঙ্গন করে ২ মাসের মাথায় ফুলগাজীর বাসুরা গ্রামের আমেরিকা ফেরত ৩ সন্তানের পিতা বাপ্পীর সাথে বিয়ে দিয়ে দেয় তার নানা হুমায়ুন শাহরিয়ার। যা পুরোপুরি অবৈধ।
সংবাদ সম্মেলনে কান্না জড়িত কন্ঠে সাজিদ বলেন আমি এত কিছু জানিনা। আমি আমার মাকে ফিরে পেতে চাই। মায়ের কোলে আবার ঘুমাতে চাই।এসময় তার বাবা ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ শিবলী উপস্থিত ছিলেন।