সোনাগাজী প্রতিনিধি :
ষড়যন্ত্র করে কোনদিন জনপ্রিয়তা ছিনিয়ে নেয়া যায় না। নিজের কর্মকান্ড দিয়ে জনপ্রিয়তা অর্জন করতে হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় বাংলারদর্পন প্রতিবেদককে একথা বলেন -চর ছান্দিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি বেলায়েত হোসেন সবুজ।
তিনি আরও বলেন, চর ছান্দিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়ীত্ব পালনের পাশাপাশি লন্ডনীপাড়া সমাজ কমিটির উপদেষ্টা হিসেবে বিভিন্নভাবে জনসেবায় নিয়োজিত আছি। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরসহ সকল প্রকার উন্নয়নে অংশীদার হওয়ার চেষ্টা করি। আর এসব কর্মকান্ডের কারনে সমাজের সকল শ্রেনী পেশার মানুষ আমার অতি আপনজন।
এতে ঈর্ষান্বিত হয়ে বিএনপি -জামায়াত ও তাদের পৃষ্টপোষক স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি একটি সিন্ডিকেট তৈরি করে যুবলীগ নেতা সবুজের বিরুদ্ধে এহেন অপপ্রচার চালাচ্ছে বলে জানান পঞ্চায়েত কমিটির সদস্যরা।