নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দেশ সফরে দেশের বাইরে। বর্তমানে তিনি ফিনল্যান্ডে রয়েছেন। বাংলাদেশ যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর কতটা নির্ভরশীল সেটা তার এই অনুপস্থিতি প্রমাণ করে দিলো। একের পর এক সিদ্ধান্তহীনতা, উলট পালট সিদ্ধান্ত , বারবার সিদ্ধান্ত বদল সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে। এর মাধ্যমে একটা জিনিস প্রমানিত হয়েছে যে, শেখ হাসিনা ছাড়া আমরা কত অসহায়। তিনি ছাড়া বাংলাদেশের সিদ্ধান্তগুলো কেমন যেন এলোমেলো হয়ে যায়।
আজ প্রথম সিদ্ধান্ত ছিল মঞ্জুর শাহরিয়ারের আকস্মিক বদলি। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। প্রশাসনের মধ্যে অস্থীরতা দেখা যায়। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ছুটির দিনে মঞ্জুর শাহরিয়ারের বদলি আদেশ বাতিল করা হয়। অথচ এই বদলি আদেশ বাতিলের কিছুক্ষণ আগেও জনপ্রশাসন সচিব তার বদলি আদেশের পক্ষে সাফাই গাইছিলেন। প্রধানমন্ত্রীর অনুপস্থিতির দ্বিতীয় বিব্রতকর পরিস্থিতিতৈরী হলো ঈদ নিয়ে।
ঈদ নিয়ে অতি উৎসাহী ধর্ম মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ঘোষণা করলেন যে, ঈদ হবে বৃহস্পতিবার। এই সিদ্ধান্তে জাতি হতবিহ্বল! কিন্তু বিস্ময় তখনই শেষ হয়নি। বিস্ময়ের আরো কিছু বাকি ছিল। রাত ১১ টার সময় তিনি ঘোষণা করলেন, ঈদ বৃহস্পতিবার নয়, বুধবারই হবে।
এই ঘটনাগুলো একের পর এক সিদ্ধান্ত বদল। সিদ্ধান্তহীনতা এবং অস্থিরতা প্রমা্ণ করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য কতটা অপরিহারর্য। তাকে ছাড়া আমরা কতটা অসহায়!