সোনাগাজী(ফেনী) প্রতিনিধি:
ফেনী-৩ আসনের সাবেক তিন বারের এমপি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবিএম তালেব আলীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১৭মে বিকেলে সোনাগাজী প্রেসক্লাবের আয়োজনে দৈনিক ভোরের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ।
ফেনী-৩ আসনের সাবেক তিন বারের এমপি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবিএম তালেব আলীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১৭মে বিকেলে সোনাগাজী প্রেসক্লাবের আয়োজনে দৈনিক ভোরের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ।

বিএমএসএফ সভাপতি গাজী মো. হানিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন ,
মুক্তিযোদ্ধা আবু তাহের , সোনাগাজী পৌর আ.লীগ সাধারন সম্পাদক নুরুল আফছার, উপজেলা আ.লীগের শিক্ষা সম্পাদক ডা. সারোয়ার হোসেন রায়হান , আমিরাবাদ ইউপি’র প্যানেল চেয়ারম্যান গেদু মিয়া ভুঞা, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নুরুল করিম সাইফুল, সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন,
মুক্তিযোদ্ধা আবু তাহের , সোনাগাজী পৌর আ.লীগ সাধারন সম্পাদক নুরুল আফছার, উপজেলা আ.লীগের শিক্ষা সম্পাদক ডা. সারোয়ার হোসেন রায়হান , আমিরাবাদ ইউপি’র প্যানেল চেয়ারম্যান গেদু মিয়া ভুঞা, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নুরুল করিম সাইফুল, সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন,
মুক্তিযোদ্ধার সন্তান ও ব্যাবসায়ী আকবর হোসেন রিগ্যান, ফেনী হোমিও কলেজের প্রভাষক ডা. শুকলাল দেবনাথ, দৈনিক হাজারিকা প্রতিনিধি আবদুর রহিম, খবরপত্র প্রতিনিধি ছালাহ উদ্দিন, লালসবুজ প্রতিনিধি ইকবাল হোসাঈন এবং ডা. জাহিদ হোসেন প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক এমপি এবিএম তালেব আলীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তিনি নির্বাচনি এলাকায় ব্যাপক উন্নয়নের
পাশাপাশি ফেনী জেলা আ.লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়ীত্ব পালন করেছিলেন।
পাশাপাশি ফেনী জেলা আ.লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়ীত্ব পালন করেছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সংগঠক আকম ইসহাক, আবদুসসালাম মিয়া, গোলাম মাওলা, আওরঙ্গজেব আরু মিয়া, খাজা আহম্মদ, রেজাউল করিম রাজ্জাক মিয়া ও সুজা উদ্দিনের স্মরনে একমিনিট নীরবতা পালন করা হয়। এবং তাদের অাত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, গত ৭মে সকালে ফেনীর বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এবিএম তালেব আলী। ওই দিন বিকেলে সোনাগাজীর মজলিশপুরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।