ফেনী প্রতিনিধি :
সোনাগাজী মডেল থানার আয়োজনে ১৬মে দুপুরে থানা প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনীর পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। তিনি বলেন, ফেনীতে পুলিশের যে ভাবমুর্তি নস্ট হয়েছে, কাজের মাধ্যমে উদ্ধারের চেষ্টা করব। মাদক, জঙ্গী ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশি তৎপরতা আছে এবং থাকবে।
বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সোহেল পারভেজ।
এ সময় ইউপি চেয়ারম্যানগণ, স্থানীয় গনমাধ্যম কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ফেনীর থানা গুলোই দালালের দৌরাত্ব, ভুক্তভুগীরা কাঙ্খীত সেবা পায়না।