নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিশেষ উদ্যোগ’ বাস্তবায়নে যুক্ত হচ্ছেন উপজেলা চেয়ারম্যানরা। নিয়মিত দায়িত্বের পাশাপাশি বিশেষ উদ্যোগের আওতাভুক্ত প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়নের তদারকিও করতে হবে তাদের। জনগণের কাছে এ উদ্যোগগুলো সম্পর্কে প্রচারের দায়িত্ব পালন করবে তথ্য মন্ত্রণালয়।
চলমান এ প্রকল্পগুলো বাস্তবায়নে সব ধরনের কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে সংশ্নিষ্ট দপ্তর ও সংস্থা। মাঠ প্রশাসনে এসব সংস্থা উপজেলা পরিষদের অধীন। যদিও প্রকল্প বাস্তবায়নে চেয়ারম্যানের কোনো সংশ্নিষ্টতা নেই।
এতে অনেক ক্ষেত্রে উপজেলা পরিষদের সঙ্গে সমন্বয়ের অভাব দেখা দেয়। বাস্তবায়নেও নানা জটিলতায় পড়তে হয়। এ পরিপ্রেক্ষিতে প্রকল্পগুলোকে আরও বেগবান করতে উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হচ্ছে।