সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। এছাড়া সৈয়দ দীন মোহাম্মদকে সহযোগীতা করার দায়ে যুগ্ন সাধারন সম্পাদক ফয়েজুল ইসলাম সেলিমকেও বহিস্কার করা হয়েছে।
ফয়েজ সেলিম ও সৈয়দ দীন মোহাম্মদ জানান, দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে ভাইস চেয়ারম্যান পদ উম্মুক্ত থাকায় অনেকে প্রার্থী হয়েছেন। একমাত্র ফেনী জেলায় এ পদেও দুজন স্বতন্ত্র প্রার্থীকে দলীয় প্রার্থী বলে প্রচার চালাচ্ছে উপজেলা আ.লীগ। প্রার্থী হওয়ায় কোন প্রকার সভা সমাবেশ ,নোটিশ ও রেজুলেশন ছাড়াই গঠনতন্ত্র না মেনে বহিষ্কারের কথা বলছেন উপজেলা আ.লীগ । ১১টি ভুল সংবলিত ওই বহিস্কার পত্রে স্বাক্ষর নেই অনুমোদিত কমিটির সভাপতি ফয়েজুল কবিরের।
উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খোকন জানান, ২০১৬সালে চর ছান্দিয়া ইউপি নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় দীন মোহাম্মদ কে এবং দলের বিরুদ্ধে অপপ্রচার করায় ফয়েজ সেলিমকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা আ.লীগের সহ সভাপতি এমএ মজিদ ভুলূমিয়া জানান, নুন্যতম কারন ছাড়াই বহিষ্কারের ধোয়া তুলে নির্বাচনে জেতার পায়তারা করা হচ্ছে। উল্লেখ্য , পৌর মেয়র খোকনের নির্দেশে ২৩মার্চ ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ দীন মোহাম্মদ এর প্রচার গাড়ী ও ২৪মার্চ সন্ধ্যায় নির্বাচনি প্রধান কার্যালয় ভাংচুর করেছে প্রতিদ্বন্ধী প্রার্থী সাখাওয়াতুল হক বিটুর সহযোগীরা। এ ঘটনায় সোনাগাজী থানায় মামলা হয়েছে।