সাতক্ষীরায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:

নির্বাচনের লড়াইয়ে জয়ের মুকুট পরা সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়্যারম্যান ও ভাইস চেয়ারম্যান পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানালেন সাতক্ষীরা প্রেসক্লাবকে। সোমবার দুপুরে দ্বিতীয় বারের জন্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু তার রাজনৈতিক সহকর্মীদের সাথে নিয়ে প্রেসক্লাবে আসেন এসময় তাকে অভ্যর্থনা জানান প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজ আহমদ বাপীসহ সাংবাদিকবৃন্দ। পরে তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও মিষ্টমুখ করান।

সংক্ষিপ্ত আলোচানয় আসাদুজ্জামান বাবু বলেন, আমরা উন্নয়নের পথযাত্রী আপনারা আমাদের প্রাণ শক্তি। একইভাবে আমরা পারস্পরাকি সহযোগিতার মাধ্যমে জনগনর আশা আকাঙ্ক্ষা পুরণে কাজ করে যেতে চাই। আসাদুজ্জামান বাবুর শুভেচ্ছা জ্ঞাপানের কিছুক্ষণ পর প্রেসক্লাবে আসেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং সাবেক সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি মারুফ তানভীর হুসাইন সুজন তিনিও ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আনিছুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, এম. কামরুজ্জামান, প্রেসক্লাবের নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, জেলা পরিষদ সদস্য সৈয়দ আমিনুর রহমান ও শাহনাজ পারভীন মিলি, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রানা, সাংবাদিক মো. আসাদুজ্জামান, ইব্রাহীম খলিল, শেখ তানজির আহমদ, আহসানুর রহমান রাজিব, শহিদুল ইসলাম, আমিনুর রশীদসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *