সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলার অামিরাবাদস্থ মানু মিয়া বাজারে বুধ বার দিবাগত রাত ৩ টায় সময় অগ্নিকান্ডের ঘটনায় ৫ টি দোকান ভস্মিভুত হওয়ার খবর পাওয়া গেছে। রাতেই দমকল বাহিনি অাগুন নিয়ন্ত্রনে অানে।তবে অগ্নিকান্ডের সুত্রপাত জানা যায়নি।
বিস্তারিত অাসছে…