অবশেষে ৮ অনুপ্রবেশকারীকে ফেরত নিল ভারতীয় বিএসএফ | বাংলারদর্পন

রামগড় (খাগড়াছড়ি)প্রতিনাধি:

রামগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক কৃত ৮ ভারতীয় যুবক-যুবতীকে ২য় দফা পতাকা বৈঠকের পর আজ ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

 

শনিবার দুপুর ১১.৩০ ঘটিকায় রামগড় সীমান্তে এই বিষয়ে ২য় বার বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ১২ ঘটিকার সময়  আটককৃত ৮ যুবক-যুবতীকে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

 

পতাকা বৈঠকে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৩ বিজিবির রামগড় বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো: জয়েন উদ্দীন এবং বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কাঠালছড়ির এমএল ইন্সপেক্টর রনওয়া।

 

হস্তান্তরকারীরা হল বায়খোড়া থানার উত্তর ইছাছড়া গ্রামের কেওঘ্য মগের ছেলে রাহুল মগ (২৭), কমগপাড়া গ্রামের সুধা মগের মেয়ে ৯ম শ্রেনীর ছাত্রী মনি (১৭), মংলা মগের মেয়ে ১০ শ্রেনীর ছাত্রী সামাপ্রু (১৯), আকিয়ামগ পাড়ার উমাচাই মগের মেয়ে ১০ শ্রেনীর ছাত্রী অথৈ মগ (১৯), তার বোন ৯ম শ্রেনীর ছাত্রী উচাং মগ (১৮), অংচাপ্রু মগের মেয়ে ১০ম শ্রেনীর ছাত্রী কনিকা মগ (১৮), নিতচাপ্রু মগের মেয়ে ৭ম শ্রেনীর ছাত্রী আখ্যয় মগ (১৮), রেধা মগের মেয়ে ৮ম শ্রেনীর ছাত্রী চিংভাই মগ (১৮)। আটককৃতরা সবাই ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বলে জানা গেছে।

 

উল্লেখ্য বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে গত ২১মার্চ বিকাল ৪টায় এই বিষয়ে ১ম বৈঠকে আটককৃতদেরকে বিজিবি বিএসএফের কাছে হস্তান্তর করতে চাইলে বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানালে গত দুইদিন আটককৃতদের রামগড় বালিকা বিদ্যালয়ের হেফাজতে রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *