কাগতিয়া মাদরাসার ৮৭তম সালানা জলসা ২৩ মার্চ শনিবার | বাংলারদর্পন

মোঃ আলাউদ্দীন :

চট্রগ্রামের এশিয়া খ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার ৮৭ তম সালানা জলসা শনিবার (২৩ মার্চ) বেলা ১টা হতে মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সালানা জলসায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চট্টগ্রাম-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জননেতা এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি।

 

মাদরাসার সালানা জলসা সুষ্ঠু, সুন্দর ও সুচারুপে বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি সভা গত সোমবার মাদরাসার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপস্থিত বিভিন্ন পরিষদের আহবায়কগণ নিজ নিজ পরিষদের পূর্ব পরিকল্পিত কাজের চূড়ান্ত প্রস্তুতির উপর বক্তব্য প্রদান করেন।

 

সভায় উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা বদিউল আলম আহমদী, আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, অধ্যাপক মুহাম্মদ তারেকুল ইসলাম, অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক মুহাম্মদ অলি আহাদ, আলহাজ্ব মুহাম্মদ শহিদুল্লাহসহ মাদরাসার অন্যান্য শিক্ষকমন্ডলী।

 

উক্ত সালানা জলসায় সকল মুসলিম মিল্লাতের প্রতি উপস্থিত হওয়ার জন্য বাস্তবায়ন পরিষদের পক্ষ হতে দ্বীনি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *