নিউজিল্যান্ডে মসজিদে হামলা : স্পেনে বাঙালি কমিউনিটির প্রতিবাদ সভা

মুজিবুর রহমান তোতা :

গত শুক্রবার ১৫ ই মার্চ নিউজিল্যান্ডে ঘটে যাওয়া জঙ্গী হামলার প্রতিবাদে , বার্সেলনার স্হানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ এসোসিয়েশন এর পক্ষ থেকে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় । নৃসংশ ভাবে এই হত্যা কারী কে উদ্দেশ্য করে বক্তারা বলেন , জঙ্গীদের নেই কোন ধর্ম , নেই কোন বর্ন , এই রকম নর পিচাশরাই  সমাজের কলঙ্ক ।

যারা নির্বিচারে মানুষ হত্যা করে তারা মানুষ হতে পারে না , তারা পশুর চেয়েও অধম । নিউজিল্যান্ডের ক্রিসচার্চ এবং লিউনেল্ নুরানী্ মসজিদে এলোপাতারী গুলি করে যাদের কে হত্যা করা হয়েছে । তারা নির্দুষ শান্তি প্রিয় মুসুল্লি ছিলেন । ইসলামের শত্রুরা এই রকম হত্যাকাণ্ড ঘটিয়ে ইসলামের ক্ষতি করলেও মসজিদে যারা সহিদ হয়েছেন তারা ভাগ্যবান ।

 

বক্তারা বলেন যুগে যুগে যে বা যারা ইসলামের উপর আঘাত এনেছে তাঁরাই ধংস হয়েছে । ইসলাম কে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হয়েছে , তাই বড়  , বড়  , জালিম রা ইহ কালেও লাঞ্চিত হয়েছে এবং পর কালে ও রয়েছে তাদের জন্য  মহা শাস্তি স্বরুপ জাহান্নাম ।শহিদের কে  আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ  মর্যাদা দান করেন ।

এবং ইসলাম কে আল্লাহ তায়ালা যেন দুনিয়ায় আরও প্রসারিত করে দেন উপস্থিত বক্তারা সেই অনুভুতি প্রকাশ করেন । সভায় উপস্হিত ছিলেন সংগঠনের সভাপতি , মাহারুল ইসলাম  মিন্টু , সহ সভাপতি   , আবুল কালাম আজাদ , সহ সভাপতি , সফিউল আলম শফি , সহ সভাপতি , মুজিবুর রহমান তোতা , সহ সভাপতি , নাজমুল মাষ্টার ,  সহ সভাপতি  মঈনুল আবেদীন ,  সহ সভাপতি আব্দুল আজিজ , উপদেষ্টা মুকিত্ খান , উপদেষ্টা আনোয়ার চৌধুরী , উপদেষ্টা রফিক উদ্দিন , উপদেষ্টা লালন মিয়া ,

 

সাধারন সম্পাদক হিরা আলম , যুগ্ন সম্পাদক শফিক খান , সহ সাধারন সম্পাদক মাসুম আহমেদ , সহ সাধারন আলমামুন লাবু ,  সহ সাধারন মহিউদ্দিন হারুন , সহ সাধারন মুরাদ আহমেদ , সাংঘটনিক সম্পাদক হারুন রশিদ , সহ সাংগঠনিক  সহজ মুল্লা , সহ সাংগঠনিক ভুইয়া , সহ সাংগঠনিক বাদশাহ মিয়া , লতিফিয়া মসজিদের সভাপতি গিয়াস ঊদ্দিন , ধর্ম সম্পাদক মঈনুল ইসলাম  মিডিয়া ব্যাক্তিত্ব এবং সংঘটনের প্রচার সম্পাদক সালেহ উদ্দিন ,সহ প্রচার সম্পাদক সাঈদুর রহমান , প্রমুখ সহ নাম না জানা অনেকই উপস্হিত ছিলেন ।

দুই শতাদিক প্রতিবাদী মনা মানুষের উপস্থিত ছিল । পরিশেষে সহিদ দের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সহিদদের মাগফিরাতের জন্য দোয়া করে সভার সমাপ্তি ঘোষনা করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *