সোনাগাজী প্রতিনিধি :
চতুর্থধাপে আগামী ৩১মার্চ পঞ্চম সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহির উদ্দিন মাহমুদ লিপটন।
স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক হিরন, সিরাজুল ইসলাম ও জাতীয় পার্টির আবু তাহের মনোনয়ন প্রত্যাহার করায় ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ দীন মোহাম্মদ ও সাখাওয়াত হোসেন বিটুর মধ্যে দ্বিমুখী লড়াই হচ্ছে। উভয়ে অা’লীগ সমর্থীত স্বতন্ত্র প্রার্থী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোবেদা নাহার মিলি ও মোর্শেদা আক্তার’র মধ্যেও দ্বিমুখী লড়াই হবে।
১৪মার্চ- প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হবে। তবে সৈয়দ দীন মোহাম্মদ (টিউবওয়েল), সাখাওয়াত হোসেন (তালা), জোবেদা নাহার (কলস) ও মোর্শেদা আক্তার (পদ্মফুল) প্রতিক চেয়েছেন বলে জানা গেছে।