বাংলারদর্পন :
রাউজানের কৃতি সন্তান, বরেণ্য সাংবাদিক, দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ।
কাগতিয়া দরবার ও সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলা হয়েছে, মরহুম স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রামের সংবাদপত্র জগতের এক অহংকার।
চট্টগ্রামের মাটি ও মানুষকে তিনি খুব ভালোবাসতেন। চট্টগ্রামের উন্নয়নে তিনি ছিলেন সব সময় সোচ্চার। গুণী এ ব্যক্তিত্বকে হারিয়ে চট্টগ্রামের সংবাদপত্র জগতের বিশেষ করে পূর্বকোণ পরিবারের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। আল্লাহ যেন মরহুম স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীকে বেহেশত দান করেন ।