নিউজ ডেস্কঃ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই প্রতিপক্ষরা জোট বেঁধে রোকেয়া হলে নাটক করে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষুব্ধ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাকসুর জিএস প্রার্থী গোলাম রাব্বানী।
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পয়াদক বলেন, ‘আমি আর নুরু একসঙ্গে ছিলাম, ম্যাডাম আমাদের সামনে ব্যালট খুলেছে। কোথাও কোনও ব্যালট পেপারে সিল মারা ছিলো কি না সেটা নুরুকে বলতে হব। এখন চোরের মত পালিয়ে ষড়যন্ত্র করতেছে। এদের মূল উদ্দেশ্য ছিলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।’
তিনি আরো বলেন, ‘ছাত্রদলের অনিককে, নুরুকে জিজ্ঞেস করেন যে কোনও পেপারে সিল মারা ছিল কি না। আমি আর নুরু একসাথে ছিলাম। ২৮ বছর পরের এই ডাকসু নির্বাচনে আমার বোনদের ভোট দিতে দেওয়া হয়নি। তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা হয়েছে। অবশ্যই তাদের অধিকার আছে চার্জ করার। আমার বোনদের ভোটাধিকার নষ্ট করতেই এই খেলা খেলেছে তারা। আমরা সাংবাদিকদের অনুরোধ করবো আপনারা পক্ষপাতিত্ব না করে সত্যের পক্ষে থাকুন।’