আগে ভাগেই চলে গেলে তুমি ওপারে
পাপ পুণ্যের খাতা বন্ধ করে
অন্যদের একলা করে দিয়ে
অনেক ভালবাসা আর শুভ কামনা নিয়ে
দু’হাত তুলে দোয়া করি ভালো থেকো ওপারে
আমরাও অপেক্ষারত মুসাফির
কান পেতে বসে আছি ডাকের অপেক্ষায়
চলে যেতে হবে শুন্য হাতে সবাইকে ফেলে
অন্যরাও যোগ দেবে মৃত্যুর মিছিলে
নাইম আবদুল্লাহ
সিডনি প্রবাসী কবি ও সাংবাদিক