গাঁয়ের জীবন
কাওসার আহমেদ
আকাশে উঠিল রবি, আধাঁর কাটিল সবি,
শিশির পড়িল ঘাসের পাতায়।
পাখিদের কলধানে, রাখালের গানে গানে,
ঘুম নিয়েছে বিদায়।
কৃষক ছুটিল মাঠে, কিশোরী মেহেদী ভাঠে,
কিশোর মাতিল খেলায়।
গৃহনীর মন কাজে, বৃদ্ধ গেল নামাজে,
সবারই দিন কাটে ব্যাস্ততায়।
অনেক বাড়িল বেলা, ক্ষুধার লাগিল জ্বালা,
গৃহনীর রান্নাও শেষ।
আছে যত যোয়ান-বুড়ো,খেতে করিল শুরু,
ততক্ষণে খাওয়া হয়ে গেল বেশ।
চল গেল সবাই কাজে, গৃহনী তখন একটু সাজে,
প্রকৃতির অপরুপে।
রমণীর শ্যামল সাজ, প্রকৃতির করিল লাজ,
চন্দ্র তখন মরিল আক্ষেপে।
নিগুঢ় নামিল সন্ধ্যা, গরু পরিল
বান্দা,
সবাই আসিল নিজ ঘরে।
আবারও পাখির গানে, ঘুম আসিল দুনয়নে,
আরামে ঘুমায় পাটিতে পরে।