ফেনীতে বিশ্ব কবিতা দিবস পালিত

 

 

গাজী মোঃ হানিফ:

 

ফেনী রিপোর্টাস ইউনিটি’তে আজ ২১শে মার্চ, বুধবার বিকেলে, বিশ্ব কবিতা দিবস উপলক্ষে, জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজনে সবরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সাহিত্য ও সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে জাতীয় কবিতা পরিষদ ফেনী শাখার সভাপতি কবি ইকবাল চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কবি উত্তম নাথ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সোনাগাজী সরকারী কলেজের প্রভাষক বিজয় কুমার, রাজিব সাহাব, তসলিম উদ্দিন,

 

কবিতা আবৃত্তি করেন- কবি ও সাংবাদিক এন এন জীবন, কবি ইকবাল আলম, কবি মোসলেহ উদ্দিন মুসলিম, কবি ফজলুল করিম পণ্ডিত, কবি নাসরিন জেরিন সুলতানা, কবি আবদুল ওয়াদুদ, কবি উম্মে কুলসুম মুন্নি, কবি রেহানা ইয়াসমিন,  কবি তাপস, কবি ইছহাক মজুমদার, কবি মহি উদ্দিন খোকন, মোঃ ইউনুছ ভূঁইয়া, নুরুল হুদা, কবি হেলাল শাহাদাত, কবি শিখা সেন  গুপ্তা, স্বদেশ দত্ত, কবি ফরিদা আখতার মায়া, জাহিদ হোসেন রাসু।

এতে মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি করেন- কবি ও আবৃত্তি শিল্পী এফ এফ রহমান, কবি মোঃ ইকবাল হোসাঈন, গাজী মোঃ হানিফ প্রমুখ।

 

এছাড়াও অনুষ্ঠানে কবি সাহিত্যিক, সাংবাদিক, সাহিত্য প্রেমী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *