তালায় মুদি দোকানে আগুন, কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি | বাংলারদর্পন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:

সাতক্ষীরার তালায় আগুনে পুড়ে ছাঁই হয়েছে ৮টি মুদি দোকান। মঙ্গলবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ।

স্হানীয় ব্যাবসায়ি ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তালা কাঁচাবাজারের ৮টি দোকানে আগুন লাগে। আগুনে পুড়ছে  স্হানীয় ব্যবসায়ি বিশ্বনাথ সাধু, শক্তি সাধু ও আব্দুল জলিলসহ ৮জনের দোকান। এ সময় গ্রামের অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন।

আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে সবাই যে যার মত পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তারা ঘটনাস্থল আসার আগেই আগুন নিয়ন্রন আনে স্হানীয়রা। কিন্তু ততক্ষণে পুড়ে ছাঁই হয়ে যায় ওই ৮টি দোকান। দোকানগুলোতে চাল, ডাল, আটা, তৈল, চা, বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় কয়েক লক্ষ টাকার মালামাল ছিলো বলে জানান ব্যবসায়িরা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, তালায় আগুন লেগে কয়েকটি দোকান পুড়ে গেছে। ব্যাবসায়িদের এতে কয়েক লক্ষ টাকার মুদি মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *