আমার গাঁ

আমার গাঁ
কাওসার আহমেদ
——————-
ঐযে দেখ গাঁয়ের পথে,
চলছে শিশুর দল।
আমিও সেদিন হেঁটেছি অনেক,
নিয়ে পাড়ার সকল।
যেথায় আমার মায়ের বাস,
রয়েছে নাড়ির টান।
সেথায় আমার গৌরব গাঁথা,
খুঁজে পাই আপন প্রাণ।
মায়ের কুলে শান্তি পাই,
স্বস্তি গাঁয়ের তরে।
মায়ের মতো গাঁও যে আমার,
বেঁধে রাখে আদরে।
সবুজ শ্যামল পরিপাটি,
সফেদ সবার মন।
মাটির গন্ধে মুগ্ধ সবাই,
ভরে উঠে প্রাণ।
গাঁয়ের পথে হেঁটে হেঁটে,
সুখ খুঁজে পাই,
জন্ম আমার এই গাঁয়েতে,
মরতেও আমি চাই।
« হৃদরোগ এড়াতে ডা. দেবি শেঠির চমৎকার পরামর্শ | বাংলারদর্পন (Previous News)
(Next News) বড় ফেনী নদীর দুপাশ দখলের মহোৎসব »
Related News

সোনাগাজীতে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, গান ও সাহিত্য আড্ডা | বাংলারদর্পণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনী সোনাগাজীতে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, গান ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিতRead More

মুজিবের বাংলাদেশে
– সৈয়দ খিজির হায়াত শারদের সাদা মেঘ ভাসিয়েছে ভেলা কাশবনে বাতাসে লুকোচুরি খেলা। আনন্দঘন সবRead More