সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ২০১৯ ও মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মনিরুজ্জামান মনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, মালিক শ্রমিক ভাই ভাই। বাংলাদেশ আওয়ামী রীগের শক্তি শ্রমিক লীগ। স্বাধীনতার পরাজিত শক্তিরা ঘাঁপটি মেরে আছে। আমাদের মাঝে বিশৃঙ্খলা হলে তারা মজা পায়। জনসমক্ষে কোন বিশৃঙ্খলা করা যাবেনা। আমাদের ভিতরের সমস্যা আমাদের ঘরের মধ্যে মিটিয়ে নিতে হবে। এটা মাথায় রেখে সকলকে সজাগ থাকতে হবে এবং শ্রমিক সংগঠনের প্রকৃত শ্রমিকদের তালিকা করে কার্ড দিয়ে সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আপনাদের উপহার দেওয়া হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সদস্য গোলাম মোরশেদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ,
জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এ্যাড. শেখ তামিম আহম্মেদ সোহাগ, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহাঙ্গীর হোসেন শাহিন, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রমজান আলী, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ হোসেন খান, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, ইটাগাছা ভিআইপি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সদস্য মো. নুরুল হক প্রমুখ।
এসময় ৬ জন মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের মধ্যে ১ লক্ষ ২৫ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়। এসময় জেলা শ্রমিক লীগের অন্তভুক্ত বিভিন্ন বেসিক ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দসহ জেলা বাস, মিনিবাস ও কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ জাহিদ হাসান ও সদস্য মহিদুল ইসলাম।
Related News

বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে এগিয়ে যাবে ছাত্রলীগ -ছাত্র সমাবেশে এমপি বাবু
শেখ সিরাজুদ্দৌলা লিংকন,কয়রা (খুলনা) : খুলনা ০৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন,Read More

গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ
রাকিবুল হাসান সুমন, যশোর কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ ইমদাদুল হক ওRead More