শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ মনোনীত এমপি রবির আহবানে সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ ডিসেম্বর) রাতে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে মতবিনিময় সভা অনুৃষ্ঠিত হয়। এসময় এমপি রবি তার বক্তব্যে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর পর বাংলাদেশের উন্নয়ন করে বিশে^র দরবারে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিনত করেছেন জননেত্রী শেখ হাসিনা। তাই বাংলার মানুষ উন্নয়ন ও শান্তির জন্য আবারও আওয়ামীলীগের নৌকায় ভোট দেবে। বাংলাদেশ আওয়ামীলীগ দেশের একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করবে। সাতক্ষীরা সদর আসনের উন্নয়নের জন্যই সাধারণ জনগণ আবারও জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দেবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কোন অপশক্তি নৌকার বিজয় রুখতে পারবেনা। নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, কোনভাবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করা যাবেনা। নির্বাচনী আচরণবিধি মেনেই সকলকে কাজ করার আহবান জানান।’ নেতৃবৃন্দ সকল দ্বিধা দ্বন্দ ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাতক্ষীরা সদর আসনে নৌকার বিজয় নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।’ এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর ০১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও মো. আব্দুস সেলিম, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌর ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার বসু, সাধারণ সম্পাদক লিটন মির্জা, মো. হাসান জুয়েল, ০৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডা. শেখ আহমেদ হোসেন কচি, সাধারণ সম্পাদক শেখ আব্দুস সেলিম, শেখ নাসেরুল হক, ফিরোজুল হক বাপ্পি, যুব মহিলালীগের সভাপতি ফারহা দীবা খান সাথী, ০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, ০৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র, ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনিছ খান চৌধুরী বকুল, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনি প্রমুখ।
Related Posts
এমপি শেখ তন্ময় আইসোলেশনে, দোয়া চাইলেন দেশবাসীর কাছে- বাংলারদর্পন
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: আইসোলেশনে এমপি শেখ তন্ময়, দোয়া চাইলেন দেশবাসীর কাছে. বাগেরহাট-২ আসনের তরুণ সংসদ সদস্য শেখ সারহান…
সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুল ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণের ফলক উন্মোচন
শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা: সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদরের ব্রক্ষরাজপুর…
১৪ মাস পর কারিশমা হত্যার রহস্য উদ্ঘাটন করল পিবিআই
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ পৌর এলাকার উদয়পুর গ্রামের নিজ বাড়ি থেকে খুন হওয়া তৃতীয় লিঙ্গের নাগরিক লিয়াকত ওরফে কারিশমা…