সাংবাদিক আমিনুর রশিদের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ফোরামের শোক 

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক যুগের বার্তার চীফ রিপোর্টার মো: আমিনুর রশীদ এর মেঝ ভাই সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের সাবেক প্রধান সহকারী মো: মামনুনুর রশীদ(৬৭)  রোববার বিকাল ৪ টায় ৩০ মিনিটে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট এ্যাটাকে মৃত্যুবরন করেন। (ইন্না……….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ১ কন্যা নাতি-নাতিনসহ আত্মীয় সজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ফোরাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ফোরাম তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সহ-সভাপতি আব্দুর ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মো: রবিউল ইসলাম, অর্থ-সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আমিনা বিলকিস ময়না, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য আব্দুস সামাদ, ইব্রাহিম খলিল, কৃষ্ণ মোহন ব্যনার্জী, অসীম বরণ চক্রবর্তী। অনুরূপভাবে বিবৃতি দিয়েছেন জেলা  সংবাদিক ফোরাম, বিবৃতিদাতাগন হলেন, সংগঠনের সভাপতি মোঃশহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক পত্রদূত), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (সাপ্তাহিক দখিনার দূত), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ ও দৈনিক পত্রদূত), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃআবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন, দৈনিক পত্রদূত), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ) মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টি ভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) সহ সকল সদস্যবৃন্দ ।

সোমবার বাদ জোহর তার জানাযা সাতক্ষীরা সদরের মাছখোলা সরদারবাড়ী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *