পদ্মাসেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ রাখার দাবি :ঢাকায় মানববন্ধন

বাংলার দর্পন ডটকম :
নির্মাণাধীন স্বপ্নের পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার আওয়ামী তাঁতী লীগ ও আওয়ামী সাংস্কৃতিক জোট এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
‘পদ্মা সেতু নামের পরিবর্তে শেখ হাসিনা সেতু নামকরণ চাই’ শীর্ষক স্লোগানে আয়োজিত এ কর্মসূচি সমন্বয় করেন তাঁতী লীগ নেতা কাজী মোশাররফ হোসেন।
এতে তাঁতী লীগের আরেক নেতা হারুন-উর-রশীদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো পদ্মা ও মেঘনা নদীর ওপর সেতু করার। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বাধা জয় করে বঙ্গবন্ধুর সেই ইচ্ছা পূরণ করছেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে পদ্মা সেতু একটি নয়, আরও দু’চারটি পদ্মা সেতু করার ক্ষমতা রাখেন তিনি।
হারুন-উর-রশীদ বলেন, ১৬ কোটি মানুষের প্রাণের দাবি পদ্মা সেতুর নাম হবে শেখ হাসিনা সেতু। এতে সেতুটির নামও সুন্দর হবে, ১৬ কোটি মানুষের আশাও পূরণ হবে। এ দাবিতে কয়েকদিনের মধ্যে সব মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়া হবে বলেও জানান তিনি।
সস্পাদনা /এমএ
Related News

উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ঘটনা
নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে বাংলাদেশের এইRead More

উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ | বাংলারদর্পণ
নিজস্ব প্রতিবেদকঃ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে এখন উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফরRead More