বাকেরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন যারা | বাংলারদর্পন

মুহাম্মাদ সফিক খানঃ

আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে বাকেরগঞ্জ উপজেলার আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম চুন্নু, ভাইস চেয়ারম্যান পদে জেলা ও উপজেলা আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী উপজেলা আ’লীগ সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান মিজান, বর্তমান ভাইস চেয়ারম্যান জি.এম ফারুকী, সাইফুর রহমান সাহান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিসেস তহমিনা বেগম মিনু, মির্জা খাদিজা মনোনয়ন দাখিল করেছেন।

 

২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেলা ১ টায়  আওয়ামীলীগের মনোনতি একক চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চুন্নু নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. আব্দুল হাই আল হাদি কাছে মনোনায়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান (মিজান), উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক মিসেস তহমিনা বেগম মিনু, উপজেলা আ’লীগের যগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসাইন, অমল চন্দ্র দাস শিবু, দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ আকন,

উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোকলেচুর রহমান, পৌর যুবলীগ সভাপতি ও কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, জহিরুল ইসলাম বাদল, বশির উদ্দিন শিকদার, আসাদুজ্জামান আসাদ, আবুল বাশার শিকদার, আ: রাজ্জাক তালুকদার মনু, আসম ফিরোজ আলম খান, গোলাম মোর্শেদ উজ্জল, গাউছে আজম লাল, শফিকুল ইসলাম,

 

উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, সিনিয়র সহ-সভাপতি  সাজ্জাদুর রহমান খাজা, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম, পৌর ছাত্রলীগ সভাপতি মো. কাওসার আহম্মেদ, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগ সভাপতি মহিদুল ইসলাম মিরাজ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *