নিয়াজ মোহাম্মদ : বেতন, বকেয়া প্রভিডেন্ট ফান্ডসহ ছয় দফা দাবীসহ টানা কর্মবিরতির ৬ষ্ঠ দিন চলছে। কর্মবিরতির পাশাপাশি সমস্ত কাজ বন্ধ রাখায় বরিশাল শহর পরিনত হয় ময়লার স্তুপে। নগরবাসী প্রথম দিকে কর্মবিরতির পক্ষে থাকলেও কর্মচারীদের এমন কাজে চাঁপা ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে রবিবার কর্মচারীদের আন্দোলনে উপস্থিতি চোঁখে পড়ার মত ছিল । উপস্থিত বি,সি,সি’র কর্মচারীদের শ্লোগান ও বক্তব্যে উঠে আসে বিভিন্ন ইঙ্গিত ও পরবর্তী কর্মসূচীর বিষয়টি।
এ সময় তারা মেয়রের পদত্যাগ ও তার দালালদের হুসিয়ার করে। আন্দোলন চলাকালে বি,সি,সির দুটি গেইটে ময়লার গাড়ি দিয়ে বেষ্টনি দেয়া হয়েছে ।