নিজস্ব প্রতিবেদক :
দিরাই উপজেলায় শতবাধা বিপত্তি অতিক্রম করে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসি প্রতীক নিয়ে হাওরে জেলা সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমে ভোটের লড়াইয়ে এগিয়ে চলছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সুযোগ্য কন্যা উন্মোক্ত প্রার্থী হেলেনা বেগম খেলা ।
গনমাধ্যমকে সাক্ষাৎ কারে বলেন, আমি দিরাই উপজেলার সন্তান, জনপ্রতিনিধি হওয়া প্রত্যেকটি মানুষের গনতান্ত্রিক অধিকার। আমার মনোনয়ন দাখিলের পর একটি কুচক্রী মহলে আমাকে বাচাই থেকে বাতিল করে দেয়। আমি আমার এলাকার জনগনের আস্তা ভরসায় ও ভালবাসার টানে অক্লান্ত পরিশ্রমে সুনামগঞ্জ জেলা নির্বাচন কমিশনে আপিলের প্রেক্ষিতে আমাকে পূনরায় মনোনয়ন চুড়ান্ত করেছেন। উপজেলা নির্বাচনে মাঠে নেমে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে।
আমার এলাকার জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে প্রাণের দাবী, দোয়া ও আর্শিবাদ কামনা করি আগামী মার্চের ১০ তারিখে দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে কলসি প্রতীকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে এই দুর্গম হাওর এলাকার জনসাধারণের সেবা ও সুখে দুঃখের সঙ্গী হওয়ার সুযোগ দিন,আপনারাই সকল ক্ষমতার উৎস।
এদিকে ভোটারদের আলোচনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সুযোগ্য কন্যা উন্মোক্ত প্রার্থী নারী নেত্রী হেলেনা বেগম খেলা বিপুল পরিমাণ ভোটের লড়াইয়ে এগিয়ে রয়েছে।