
রোকসানা পপি, চট্টগ্রামঃ দৈনিক পূর্বকোণ আয়োজিত পরিবর্তনের কারিগর মানবিক মেলা ১৫/০২/২০১৯ ইং চট্টগ্রাম নাসিরাবাদ বয়েজ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় সারা দেশের ৫০ টি সেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে। সবচেয়ে ব্যতিক্রমী ও আকর্ষণীয় ছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ সংগঠন ডাক দিয়ে যাই। গত এক সাপ্তাহ আগে থেকে নানাভাবে ডাক দিয়ে যাই’র প্রস্তুতি ছিল অসাধারণ, যার ফলে পুরো মেলাকে মনে হয় ডাক দিয়ে যাই মেলা। ডাক দিয়ে যাই’র সবুজ টি-শার্টে ছেয়ে যায় মেলা প্রাঙ্গণ। ডাক দিয়ে যাই’র ৪৪ নং স্টলে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্টার ড. মোঃ শফিকুল আলম, স্টল উদ্বোধন করেন বাউবি চট্টগ্রাম আঞ্চলিক অফিসের পরিচালক জনাব বদরুল হায়দার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ ভাই। আরো উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই’র প্রতিষ্ঠিতা ও কেন্দ্রীয় সভাপতি জনাব টিপু সুলতান, সাধারণ সম্পাদক কাজী মোঃ সরোয়ার, যুগ্ন-সাধারন সম্পাদক কাজী জাকির হোসেন, মুখপাত্র রাবেয়া সুলতানা, সহ-সাধারন সম্পাদক ডঃ মোঃ আবু তাহের, সভাপতির উপদেষ্টা বিশ্বজিৎ বড়ুয়া, আলী আজম বাবলু, সাংগঠনিক সম্পাদক আমানত উল্লাহ মাসুম, বিশ্বজিৎ মজুমদার বিসু, আন্তর্জাতিক বিঃ সম্পাদক সামসুল আলম দ্রুব, স্বাস্থ্য বিঃ সম্পাদক হালিম আহমেদ লিম, প্রচার সম্পাদক জসিম উদ্দিন জনী, কেন্দ্রীয় সদস্য শফিউল আলম, খোরশেদ আলম, রেজা হায়াত খান, মোঃ জাফর, মোঃ ফরহাদ হোসেন, মোঃপারভেজ খান, কফিল উদ্দিন, রেজাউল করিম, কে এম শাকিল পলাশ, এ বি এম ইকবাল হোসেন ভূইয়া, জসিম মঞ্জু প্রমুখ, বরিশাল অঞ্চলের প্রতিনিধি মামুন হোসেনসহ বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দ ও টিসি শাখার নেতৃবৃন্দসহ অগণিত বাউবির শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী । টি-শার্ট কমিটির আহবায়ক জি এম লিটন, সদস্য বোরহান, শাকিল। সন্ধায় মুল মঞ্চে ডাক দিয়ে যাই’র মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃতি করে রাবেয়া সুলতানা, দেশের গান করে কে এম শাকিল, পুথি পাঠ করে নামিয়া সুলতানা ওহি। বিজ্ঞপ্তি।