সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনী-কুঠিরহাট সড়কের চিন্তারপুল-কুঠিরহাট অংশে প্রায় ৪কিলোমিটার সড়ক মেরামতের দুই মাসের মধ্যে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। গর্তের কারনে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। এতে দুর্ভোগে পড়ছেন ওই সড়কে চলাচলকারি যানবাহন ও পথচারিরা ।
জানা যায়, ওই সড়কের বেশিরভাগ অংশে ছোট-বড় খানাখন্দ ও দুপাশের শোল্ডার ভেঙ্গে গেছে। স্থানীয়রা জানায়, কাজের গুণগত মান খারাপ হওয়ায় ২মাস পরেই সড়কের বেহাল দশা হয়েছে। সড়কের বহু স্থানে কার্পেটিং উঠে এখন মেঘাডম সরে যাচ্ছে ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএ হোসেন জানান, গুরুত্বপূর্ন এ সড়কে চলাচলকারি রোগিরা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা এলে সড়কটির অবস্থা আরো খারাপ হতে পারে। ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এলজিইডির উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্স”র স্বত্বাধীকারি ফজলুল হক বাবুল জানান, মাটি বাহী ট্রাক্টর চলাচলের কারনে সড়কের এহেন অবস্থা হয়েছে। উপজেলা প্রকৌশলী আবুল কাশেম জানান, সরজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।