মুক্তিযোদ্ধা গোলাম মাওলা’র ২৩তম মৃত্যুবার্ষিকী

সোনাগাজী প্রতিনিধি:
৭ ফেব্রুয়ারি ফেনীর সোনাগাজী পৌরসভাস্থ উত্তর চর ছান্দিয়া গ্রামের কৃতি সন্তান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলার ২৩তম মৃত্যুবার্ষিকী।

 

তিনি জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য , সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য , পরবর্তিতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এবং চর ছান্দিয়া ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়ীত্ব পালন করেছিলেন।

 

সাবেক এ সমাজসেবক , দানবীর ও শিক্ষানুরাগির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওইদিন পৌরসভাস্থ তাঁর নিজ বাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

প্রয়াত মুক্তিযোদ্ধা গোলাম মাওলার বড় ছেলে সোনাগাজী পৌর আওয়ামী লীগ নেতা এহতেশামুল হক বিপ্লব জানান, ১৯৭৫সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হওয়ার পর দলের দুঃসময়ে দলের তৃনমূল নেতাকর্মীদের সুসংগঠিত করেছিলেন। এছাড়া তিনি এলাকায় অসংখ্য স্কুল, মক্তব, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করে মানবতার কল্যানে নিজেকে উৎসর্গ করে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *