প্রধানমন্ত্রীর চা চক্রে রাজনৈতিক নেতাদের মিলনমেলা : প্রতিশ্রুতি বাস্তবায়নের অাশ্বাস

নিউজ ডেস্কঃ

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে চা-চক্রে তিনি এই সহযোগিতা চান। আজ বিকাল সাড়ে ৩টা থেকে গণভবনে এই চা-চক্র শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে চা-চক্রে অংশ নেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট সালমা ইসলাম, বিকল্প ধারার চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। জেপি’র আনোয়ার হোসেন মঞ্জু ও সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া। এছাড়া ১৪ দল, যুক্তফ্রন্টসহ অন্য রাজনৈতিক দলের নেতারাও চা-চক্রে অংশ নেন।

প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তবে আমন্ত্রণে যোগ দেয়নি জাতীয় ঐক্যফ্রন্ট ও বাম গণতান্ত্রিক জোট।

বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দৌজা বলেন, চা চক্র আরও চলবে, এ পুনর্মিলনী ভালো হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের সময় যেসব অঙ্গীকার দেয়া হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করতে চায় আওয়ামী লীগ। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন বলে জানান তিনি।

এ ধরনের আয়োজন রাজনীতির জন্য ইতিবাচক বলে জানিয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের।

প্রধানমন্ত্রীর এই আয়োজনে বেশ খুশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *