নান্দাইলে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুর্শেদী আলী খুন

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ইউপি আওয়ামী লীগের সভাপতি মুর্শেদ আলীকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। তিনি উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দত্তের গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কানুরামপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
অন্যদিকে উত্তেজিত জনতা সন্দেহভাজন অভিযুক্তদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে।নান্দাইল মডেল থানার ওসি তদন্ত রুহুল কুদ্দুস খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কানুরামপুর বাজার থেকে বাড়ি যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে রওনা দেন।পরে বাজার থেকে কিছু দূর যাওয়ার পর তার মোটরসাইকেল গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তাকে একা পেয়ে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করে ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।অন্যদিকে উত্তেজিত জনতা বিএনপি সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে।
Related News

শেরপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি হলেন নালিতাবাড়ীর ছাত্রনেতা সৈকত
রবিউল ইসলাম ,শেরপুর : আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার পূর্ণাঙ্গRead More

শেরপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ | বাংলারদর্পণ
রবিউল ইসলাম (শেরপুর) নালিতাবাড়ী : শেরপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আকলিমা ওরফে শেফালি বেগম (৬০)Read More