সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের ২০১৯ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদায়ী সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ফয়েজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অনুপ নারায়ন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাহমুদুর রহমান,এ.কে.এম আজাদ, শিক্ষক ফারুক আহমদ, লিটন রঞ্জন তালুকদার, শিপন চন্দ্র পাল। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণ শেখর তালুকদার, ফারহান রহমান, জুবায়ের আহমদ চৌধুরী, রিয়াজুল ইসরাম তানভীর, তাহমিদ হাসান, প্রমূখ।
শিক্ষক নেতৃবৃন্দরা বলেন,একজন ছাত্র সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এজন্য সুশিক্ষার কোন বিকল্প নেই। আজকের ছাত্ররাই আগামীদিনে উচ্চ শিক্ষা লাভ করে করে দেশও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে পারে। তাই সবাইকে নকলমুক্ত পরিবেশে আগামী ২রা ফেব্রæয়ারীতে শুরু হতে যাওয়া এস এস সি পরীক্ষায় অংশগ্রহন করে এই জেলার পুরাতন বিদ্যাপীঠ জুবিলী উচ্চ বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের ২৩৮জন বিদায়ী এস এস সি পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন প্রতিষ্ঠানের শিক্ষকরা।