স্পেনে সুনামগঞ্জ বাসীর ভালোবাসায় সিক্ত হলেন রেহনুমা রব্বানী

বাংলারদর্পন :
সুপ্রিম কোর্টের আইনজীবী নারীনেত্রী রেহনুমা রব্বানী ভাষা এবং সহকারি সিনিয়র সচিব খন্দকার মোদাচ্ছির বিন আলী স্পেন সফরে এসে সুনামগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত হলেন।
বকুল খান স্পেন থেকে: মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্টে সুনামগঞ্জবাসী বাসি আয়োজন করে এক সংবর্ধনা এবং মতবিনিময় সভা |এতে সভাপতিত্ব করেন , সাংবাদিক ও কমিউনিটি নেতা দবির তালুকদার।
ক্বারী আবু তাহের মিসবাহের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোসিয়েশনন সাবেক সভাপতি আল মামুন ,সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আলম মামুন, সাংবাদিক জিদ্দি চৌধুরী, স্পেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কমিউনিটি নেতা এমদাদুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান, দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক সেলিম আলম, তরুণ রাজনীতিবিদ আবু জাফর রাসেল ,কানেক্ট বাংলাদেশ স্পেনের প্রধান সমন্বয়ক নুরুল আবছার ,গ্রেটার সিলেট এসোসিয়েশন.. এর উপদেষ্টা এনামুল ইসলাম এনাম , সহসভাপতি আছাদুজ্জামা আসাদ, আইনজীবী তারিকুল ইসলাম তারেক।
অনুষ্ঠানে শুরুতে কুরআন তেলওয়াত করেন আমির হুসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, হারুন মিয়া, সস্র্রাট আলম, সাইদুল আবেদীন মামুন, আব্দুর রাজ্জ্যাক, রায়হান আহমেদ, ইকবাল হুসেন, ইমরান ,খালেদ আহমেদ, মারুফ আহমেদ, কাজী মুজিবুর রহমান মুজিব, সাইদুল হোক টিপু, সৌরভ ,আদনান প্রমুখ।
সংবর্ধিত ব্যক্তিদ্বয় বলেন প্রবাসীরা একদিকে দেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদান রাখছেন, অপরদিকে ব্যক্তিগত উদ্যেগে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করে যাচ্ছেন। আপনাদের রয়েছে গভীর দেশপ্রেম, আপনারই দেশের সেরা নাগরিক। কোন কিছু পেতে নয়, তবুও দেশকে দিয়েই যাচ্ছেন।
Related News

বাতিল হলো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের মহড়া
হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামীRead More

লিহাই বিশ্ববিদ্যালয় ট্রাম্পের সম্মানসূচক ডিগ্রি বাতিল করল
হাকিকুল ইসলাম খোকন যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে হামলায় নেপথ্য ভূমিকা রাখার অভিযোগে ডোনাল্ডRead More