আলাউদ্দিন, ফেনী:
ফেনী আদালত পাড়া বঙ্গবীর সড়কের অধিকাংশ জমিনে বিলীন হয়ে যায়। দূর্ঘটনা কবলে পড়ে সাধারণ মানুষ। যান চলাচল শুরু থেকে করতে পারেনা। সড়কের বিভিন্ন স্থানে জমিনে বিলীন হয়ে গেছে। শহরতলীর আজমেরী বেগম সড়ক আদালত পাড়া বঙবীর সড়কের বেহাল দশায় গত প্রায় একযুগ ধরে যান চলাচল তো দূরের কথা জন সাধারণ ও চলাচল বন্ধ রয়েছে।
ফলে দূর্ভোগ পোহাচ্ছেন আশপাশের জর্জকোট পুলিশ লাইন,বঙবীর স্কুল,ফেনী পৌরবালিকা বিদ্যানিকেতন,অফিস ও স্কুলগামী ছাএছাএী সহ এলাকার শত শত মানুষ। শহরতলীর এ এলাকা যেন আলোর পাশেই অন্ধকার।
সরেজমিনে দেখা যায়, আজমেরী বেগম সড়কের মাঝামাঝি বঙ্গবীর সড়কের সাথে কোট বিলিং এলাকার ফেনী শহরে যোগাযোগের অন্যতম মাধ্যম এ সড়কটি।
ওই সড়ক দিয়ে ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন, সরকারী পাইমারি বঙ্গবীর স্কুল, ফেনী কোট বিলিং,ফেনী পুলিশ হেড কোয়ার্টার, ঢাকা কুমিল্লা রোড, পাগলা মিয়া সড়ক হয়ে মহিপাল ও ফেনী ট্যাংক রোড সহ বিভিন্ন এলাকার মানুষ যাতায়ত করত।
এ এলাকায় বারাহিপুর আইডিয়াল একাডেমী স্কুল,ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন, বঙ্গবীর ওসমানী সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল রয়েছে। সড়কে চলাচল করতে গিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও বহু পথচারী দুর্ঘটনার শিকার হয়েছে।
জানতে চাইলে,রফিকুল হক নিপু জানান, চেয়ারম্যান নরুল আফাছার সাহেব ফেনী পৌর সভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে এ সড়কটি এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আমি সহ মহুরম নুরনবী ভুইয়া সহ একদিনে সড়কটি কাজ সম্পূর্ণ করা হয়।সেই থেকে এ পর্যান্ত কেউ এ সড়কটি নিয়ে কাজ করা দুরের কথা দেখতেও আসেনি।চলাচলের অনুপযোগি হওয়ায় এ সড়ক দিয়ে এখন আর কেউ ভয়ে চলাচল করে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,আমরা চেয়ারম্যান নরুল আফছার সাহেবকে দিয়ে এ এলাকার মানুষের সহযোগিতায় আজকের এ ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন।
আদালত পাড়া এলাকার নরুল আফছার ভুইয়া বলেন, গত ১০/১২ বছরে এলাকার কোন সড়কে ১ হাঁড়ি মাটিও পড়েনি।এবং পৌরসভা শুরু থেকে এ এলাকা কোন উন্নয়ন হয়নি। জনপ্রতিনিধিদের বার বার বলা হলেও কোন কাজ হয়নি।
বারাহিপুর আইডিয়াল একাডেমির প্রধান শিহ্মক আবদুল আজিজ মানিক বলেন এ সড়কের কারনে আমরা প্রতিনিয়িত ছাত্র-ছাত্রীদের নিয়ে দুচিন্তায় থাকি। বিভিন্ন সময়ে বিদ্যালয়ের পাশে হাটতে গিয়ে পড়ে আহত হয়েছে।
জানতে চাইলে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মফিজুলউল্যাহ কোম্পানী বলেন, সড়কটির বিষয় বারবার মিটিংয়ে বলা হয়েছে পজেক্টে সড়কের নাম ও দেওয়া হয়েছে আশা করি পৌরসভার ফান্ড আসলে কাজ শুরু হয়ে যাবে।