কোম্পানীগঞ্জ :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরপার্বতী ইউপিতে শনিবার রাতে ৬৫ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
আটকরা হলেন-জাকির হোসেন বেচু চরপার্বতী ইউপি ২নং ওয়ার্ডের মকুল আহমদের ছেলে, হাসান আলী ওরফে বাঘা মানিক চরপার্বতী ২নং ওয়ার্ডের আবদুল হাইয়ের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার এএসআই মো.জসিম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ আটক করা হয়। আটকরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। বাঘা মানিকের নামে থানায় দুটি মাদক নিয়ন্ত্রণে মামলা রয়েছে।