নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ঐকফ্রন্টের পূর্বঘোষিত ঢাকায় আগামীকালের জনসভা হচ্ছে না। পুলিশের অনুমতি না পাওয়ায় এ কর্মসূচি বাতিল করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী এ তথ্য নিশ্চিত করেছে।
আতাউর রহমান ঢালী বলেন, ‘আইন অনুযায়ী ২৮ ডিসেম্বর পর্যন্ত জনসভা করার বিধান থাকলেও পুলিশ অনুমতি না দেওয়ায় আমাদের কালকের জনসভা হচ্ছে না।’
গত সোমবার আতাউর রহমান ঢালীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে জনসভার অনুমতির বিষয়ে দেখা করেন। প্রতিনিধি দলের অন্য দুই সদস্য ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া এবং শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলাম।